খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

এশিয়া কাপ, সুপার ফোরে কে কার প্রতিপক্ষ!

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা। এবার সুপার ফোরের মিশন। সুপার ফোরে উঠেছে আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

দুই গ্রুপের মাঝে বি গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। তারা শ্রীলঙ্কা এবং বাংলাদেশ- দুই দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারা হারিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং হংকংকে।

এছাড়া বাংলাদেশকে হারিয়ে বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা আর হংকংকে হারিয়ে এ গ্রুপ থেকে পাকিস্তান দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। রোববার (৪ সেপ্টম্বর) ভারত-পাকিস্তান মহারণ। আর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

৭ সেপ্টেম্বর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। ৮ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান।

সুপার ফোরের সর্বশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ফাইনাল হবে আগামী ১১ সেপ্টেম্বর।

একনজরে এশিয়া কাপ সুপার ফোরের সূচি

৩ সেপ্টেম্বর (শনিবার) > আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (শারজা)।

৪ সেপ্টেম্বর (রবিবার) > ভারত বনাম পাকিস্তান (দুবাই)।

৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) > ভারত বনাম শ্রীলঙ্কা (দুবাই)।

৭ সেপ্টেম্বর (বুধবার) > পাকিস্তান বনাম আফগানিস্তান (দুবাই)।

৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) > ভারত বনাম আফগানিস্তান (দুবাই)।

৯ সেপ্টেম্বর (শুক্রবার) > শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (দুবাই)।

ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) : সুপার ফোর রাউন্ডের এক নম্বর দল বনাম সুপার ফোর রাউন্ডের দুই নম্বর দল (দুবাই)।

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!