চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৩সার ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দত্তননগর সড়ক ও আনন্দলবাড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জীবননগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিভিন্ন অসংগতি কারণ থাকায় অধ্যাদেশ আইন-২০০৯ এর ৫৩ ধারায় এ্যানী এন্টারপ্রাইজের মালিক মামুনকে ২ হাজার টাকা, শান্তনা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদকে ৫ হাজার টাকা এবং আনন্দলবাড়িয়া বাজারের ভাই ভাই বীজ ভান্ডারের মালিক আব্দুল খালেকে ৩ হাজার টাকা সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তিথি মিত্র বলেন, ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে প্রত্যেক ব্যবসায়িকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় জীবননগর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
খুলনা গেজেট/ টি আই