বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

৩ বছর পর ফিরে রাঙাতে পারলেন না সাব্বির

ক্রীড়া প্রতিবেদক

সেই ২০১৯ সালে বাংলাদেশ দলের জার্সি গায়ে চড়িয়েছিলেন সাব্বির রহমান। ওপেনারদের ব্যর্থতায় আবারও দলে জায়গা করে নিয়েছিলেন তিনি।

তবে দলের আস্থার প্রতিদানটা তিনি দিতে পারলেন কই? দলকে বিপদে ফেলে মাত্র ৫ রানেই বিদায় নিয়েছেন তিনি। সেইসঙ্গে নিজেকে রাঙাতে পারলেন না তিনি।

অভিষিক্ত শ্রীলঙ্কান পেসার আসিতা ফার্নান্ডোই। শর্ট বলে ঠিক স্বস্তিতে ছিলেন না মিরাজ বা সাব্বির, এবার পুল করতে গিয়ে টাইমিং করতে পারেননি সাব্বির। এজড হয়েছেন, উইকেটের পেছনে ধরা পড়ার আগে করেছেন ৬ বলে ৫ রান। মিরাজ ও সাব্বিরের ওপেনিং জুটি টিকল ২.৫ ওভার, উঠেছে ১৯ রান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন