নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে ‘এ’ নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপের জিম্বাবুয়ের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড এবং পাপুয়া নিউগিনি। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব।
দুই গ্রুপের শীর্ষ দুই দল ২৫ সেপ্টেম্বর ফাইনালে খেলতে নাবে। তারা দুদলই ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ১৮ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২ টায় আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে নিগার সুলতানার দল।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় ২ টায় স্কটিশদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচে অর্থাৎ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়।