খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর হাতিরঝিলের ফুলনপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত ২

দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা

গেজেট ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা একটি অস্ত্রের কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৭। এ সময় অস্ত্র তৈরির কারিগর জাকির হোসেনকে আটক করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টায় র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন ভোরে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ১০টি বিভিন্ন ধরনের অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে নুরুল আবছার জানান, আজ বুধবার ভোরে ওই উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। পরে কারখানাটিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়। এ সময় জাকির হোসেন নামেক একজনকে আটক করা। তবে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!