বাংলাদেশের দেয়া ১২৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে মাত্র ২৯ রান তুলতে পেরেছে দলটি। পঞ্চম ওভারে সাকিব আউট করেছেন আগের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে রহমানুল্লাহ গুরবাজকে।
সাকিবের পর আফগান শিবিরে দ্বিতীয় আঘাত করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার দশম ওভারের দ্বিতীয় বল সুইপ করতে যান হজরতউল্লাহ জাজাই। কিন্তু মিস করেন তিনি। বল গিয়ে তার পায়ে আঘাত হানে। আম্পায়ার আউট দেন। জাজাই রিভিউ নেন। কিন্তু বাঁচতে পারেননি। ২৬ বলে ৩ চারে ২৩ রান করে যান তিনি। ইব্রাহিম জাদরানের সাথে দ্বিতীয় উইকেটে ৩১ বলে ৩০ রান তোলেন তিনি।
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ফিরলেন আজ, ওই ভেন্যুতেই। প্রথম ওভারেই এরপর সফল হলেন বাংলাদেশ পেসার। নীচু হওয়া বলে আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে এলবিডব্লু মোহাম্মদ নবি। রিভিউ না করেই ফিরে গেছেন আফগান অধিনায়ক, ৯ বলে ৮ রান করে।