খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

মাঠে নেমেই নতুন মাইলফলকে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসান আর নতুন নতুন মাইলফলক—দুটো যেন একই সূত্রে গাঁথা। মরুর বুকে এশিয়া কাপের মঞ্চেও আজ নতুন এক মাইলফলকে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার এশিয়া কাপে আফগানিস্তানের টস করতে নেমেই অন্যরকম সেঞ্চুরির রেকর্ড করে ফেলেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বের ১৫তম ও বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির শততম ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন সাকিব।

২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় সাকিবের। সময়ের দীর্ঘ পরিক্রমায় ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ধর্মশালায় ওমানের বিপক্ষে খেলেন ক্যারিয়ারের ৫০তম ম্যাচটি। হাফসেঞ্চুরির ম্যাচ জয় দিয়ে রাঙিয়েছিলেন। এবার শততম ম্যাচে নেমেছেন বাংলাদেশি তারকা।

আজকের ম্যাচের আগে ৯৯টি টি-টোয়েন্টি খেলে ১০ হাফসেঞ্চুরিতে সাকিবের সংগ্রহ ২ হাজার ১০ রান। ২৩.১০ গড়ে ১২০.৮৬ স্ট্রাইক রেট ব্যাটিং করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংস ৮৪। ২০১২ বিশ্বকাপে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে তিন নম্বরে নেমে ৫৪ বলে ৮৪ রানের এই ইনিংসটি খেলেছিলেন।

এ ছাড়া বল হাতে নিয়েছেন ১২১টি উইকেট। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভার বল করে ২০ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়েছিলেন।

সাকিবের আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে শততম ম্যাচ খেলেছেন দুই সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। দেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ড মাহমুদউল্লাহর দখলে। তাঁর ম্যাচ সংখ্যা ১১৯। অন্যদিকে চলতি বছর মার্চে মুশফিক আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির শততম ম্যাচটি খেলেছিলেন। পাকিস্তানের বিপক্ষে গত রোববারের বিরাট কোহলিও শততম টি-টোয়েন্টি খেলেছেন।

এখণ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে তার বর্তমান ম্যাচ সংখ্যা ১৩৩টি। এখনও খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের হিসেব করলে দুই নম্বরে আছেন মাহমুদউল্লাহ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!