ঝিনাইদহে দুর্বৃত্তদের দেয়া আগুনে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়ে যায়। সোমবার (২৯ আগস্ট) রাত ৩টার দিকে সদর উপজেলার ডাকবাংলা বাজারে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: সোহেল রানা স্থানীয়দের বরাতে জানান, ডাকবাংলা বাজারের ত্রিমোহনীতে অবস্থিত সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। মুহুর্তে আগুন কার্যালয়ে ছড়িয়ে পড়ে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে অফিসের ভেতরে থাকা সব আসবাবপত্র।
সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ আলী বলেন, ‘রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মিটিং করে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। তারা এলাকায় নাশকতা সৃষ্টির জন্য এ কাজ করেছে।’
পাল্টা অভিযোগ করে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ‘নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এ নাটক সাজিয়েছে।’
ওসি সোহেল রানা বলেন, ‘রাতে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
খুলনা গেজেট/এমএনএস