এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি। টুর্নামেন্টটা সংযুক্ত আরব আমিরাতের বুকে হলেও স্বাগতিক এখনো শ্রীলঙ্কাই আছে। ফলে শুরুর ম্যাচেও ঐতিহ্য মেনে মাঠে নেমেছে তারাই।
এই ম্যাচে শুরুর হাসিটা হেসেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবীই। টসে জিতেছেন তিনি। নিয়েছেন ফিল্ডিং করার সিদ্ধান্ত।
অনেক দিন ধরেই দুবাইয়ের মাটিতে ক্রিকেট হচ্ছে না। সে কারণেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন নবী। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানালেন, টস জিতলে তিনিও ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতেন।
শ্রীলঙ্কা: দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা
আফগানিস্তান: হজরতুল্লাহ জাজাই, রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, কারিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নাভীন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।