এশিয়া কাপে সুপার ফোরে যেতে হলে জ্বলে উঠতে হবে মুস্তাফিজুর রহমানকে, এমনটাই মনে করছেন হাবিবুল বাশার সুমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই নির্বাচকের মতে, ইনফর্ম মুস্তাফিজের পারফরম্যান্সে দলের জয়-পরাজয়ে অনেকটুকু প্রভাব ফেলে।
টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে নেই মুস্তাফিজ। শেষ ১৪ ম্যাচে মাত্র ৯টি উইকেট নিয়েছেন এই পেসার। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিতে ব্যর্থ হওয়া মুস্তাফিজ বল হাতে রানও দিয়ে চলেছেন প্রতিনিয়ত।
তবুও তার দিকেই চেয়ে আছে বাংলাদেশ দল। পাওয়ার প্লে’তে মুস্তাফিজের প্রথম দুই ওভার অথবা ডেথ বোলিংয়ে তার শেষ দুই ওভারের সর্বোচ্চ ব্যবহারই করতে চায় টিম ম্যানেজমেন্ট। যদিও তার অফ-ফর্ম ভাবাচ্ছে বাংলাদেশ দলকে।
এই প্রসঙ্গে বাশার বলেন, ‘মুস্তাফিজ অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বোলার। ওর পারফরম্যান্স দলের জয়-পরাজয়ে অনেকখানি প্রভাব ফেলে। ওকে ভালো ফর্মে, সেরা ফর্মে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
‘অতীতে মুস্তাফিজ অনেক ভালো ম্যাচ খেলেছে আমাদের জন্য। অনেক ভালো বোলিং করেছে। সব সময় তো আর ভালো পারফরম্যান্স হয় না, ওরও বাজে দিন গেছে। যেখানে আমরা ভুগেছি। তবে এটা হতেই পারে। আমি আশা করছি যে, এই টুর্নামেন্টের শুরু থেকেই আমরা মুস্তাফিজের সেরাটা পাব। যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে প্রথম রাউন্ড পার হতে।’
সবশেষ ১১ টি-টোয়েন্টির চারটিতে মুস্তাফিজ ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছেন। তবুও আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে তাকে ঘিরেই বোলিংয়ের মূল পরিকল্পনা সাজাতে চায় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে ৩০ আগস্ট। প্রতিপক্ষ আফগানিস্তান।