মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চার মাসেও রামপালের ফারুক হত্যা মামলার অগ্রগতি নেই!

 রামপাল প্রতিনিধি

চার মাস অতিবাহিত হলেও রামপালের আলোচিত ফারুক হত্যা মামলার কোন অগ্রগতি হয়নি। এ মামলার এজাহারভুক্ত দুই আসামীর মধ্যে একজন আদালতে আত্মসমর্পণ করেন। অপরজন উচ আদালত থেকে আগাম জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পলাতক আসামীরা বাদী পক্ষকে মামলা তুলে মিমাংসার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, এ বছরের ৪ এপ্রিল ধানের ক্ষেতে হাস যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওমর ফারুক নামে এক ব্যক্তি নিহত হয়। ওই ঘটনায় নিহতের ভাই মিজানও আহত হয়। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। ঘটনার পরের দিন নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। কিন্তু এ হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত আসামিদের নাম বাদ দেওয়া হয়। পরবর্তীতে বাদী পক্ষ আপত্তি জানালে কোন কাজ না হওয়ায় ১১ জন আসামির নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়।
মামলার ১নং আসামি আলী আদালতে আত্মসমর্পন করে জেল হাজতে আছে। অপর আসামী নাছিমা খাতুন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে অন্য আসামীদের জামিনের জন্য জোর তদবীর চালাচ্ছে বলে বাদী অভিযোগ করেছেন।
বাদী আশিকুল ইসলাম বলেন, পলাতক আসামীদের ধরিয়ে দিতে র‍্যাব-৬ নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে। রামপাল থানা পুলিশ তড়িঘড়ি করে গোপনে মূল অভিযুক্তদের বাদ দিয়ে আদালতে চার্জসীট দেয়ার জন্য তোড়জোড় চালাচ্ছে বলে অভিযোগ করছেন তিনি। তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছেন।
এ ব্যাপার রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দিন বলেন, চার্জশির্ট এর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন