খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  জয়পুরহাটে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
  রাজধানীর হাতিরঝিলের ফুলনপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত ২

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৯৬

গেজেট ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১৯৬ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর আগে গতকাল শনাক্ত ছিল ২৫৮ জন। এখন পর্যন্ত দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩২১ এবং শনাক্ত ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জন।

শুক্রবার (২৬ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৩৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭২১টি। এ নিয়ে দেশে মোট ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৯১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৫ শতাংশ।

এদিন করোনাভাইরাস থেকে সুস্থতা লাভ করেছেন ২৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৪ জন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী দেশে এখন অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫৫ হাজার ৮৬০ জন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী একজন পুরুষ এবং তিনি ঢাকায় অবস্থান করছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!