খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  জয়পুরহাটে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
  রাজধানীর হাতিরঝিলের ফুলনপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত ২

দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনজিও কর্মকর্তা খুন

গেজেট ডেস্ক

সিলেটের রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক এনজিও কর্মকর্তা খুন হয়েছেন। দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে রেলওয়ে স্টেশনে আসার পথে বুধবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ৪০ বছর বয়সী আনোয়ার হোসেনের বাড়ি ভোলার শ্যামপুরে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের ব্রাহ্মণবাড়িয়া অফিসে চাকরি করতেন। অফিসের কাজেই তিনি সিলেট এসেছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার।

তিনি বলেন, ‘আনোয়ার হোসেন রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি বলেন, ‘মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে। খুনিদের ধরতে পুলিশি অভিযান চলছে।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!