শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

লোহাগড়ায় এ্যাম্বুলেন্স-মোটরবাইক সংঘর্ষে হতাহত ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

নড়াইলের লোহাগড়ার সেনা ক্যাম্পের সামনে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন । এছাড়া আহত হয়েছেন আরও একজন।

নিহত তামিম লোহাগড়া উপজেলার চর বকজুরি গ্রামের মহাত্মা শেখের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে বুধবার (২৪ আগস্ট) সকাল নয়টা ২৫ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আবু হেনা মিলন জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, বুধবার সকালে যশোর থেকে যাওয়া ঢাকাগামী একটি অ্যম্বুলেন্সের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক তামিম গুরুতর আহত হন। এছাড়া পেছনে থাকা আরহীও আহত হন। গুরুতর অবস্থায় তামিমকে যশোরে নেয়ার পর মৃত্যু হয় বলে তিনি জানান।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন