মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চিতলমারীতে ৬০০ কৃষক পরিবারে চারা বিতরণ

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ৬০০ কৃষক পরিবারের মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস থেকে এ চারা বিতরণ কার্যক্রম শুরু হয়। ফলগ্রাম স্থাপনের লক্ষে উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নের কৃষকদের দোরগোড়ায় গাছের চারা পৌঁছে দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট খামারবাড়ির উপ-পরিচালক মোহাম্মদ আজিুজর রহমান, বাগেরহাট খামারবাড়ির প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ মোতাহার হোসেন, চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল-মারুফ ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ ।

চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল-মারুফ জানান, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় চিতলমারীর ৬ ইউনিয়নে ৬টি ফলগ্রাম স্থাপনের লক্ষ্যে ফলজ চারা বিতরণ করা হয়। মোট ৬০০ কৃষক পরিবারের মধ্যে ১ হাজার ২০০ চারা বিতরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন