বরিশাল জেলার সদরে নারকেল চুরির অপবাদে এক কিশোরকে বাড়ির পিলারের সঙ্গে পিঠমোড়া করে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতের নাম মারুফ হোসেন (১৩)। এ ঘটনায় মারুফের চাচাতো ভাই মো. সোহাগ সোমবার (২২ আগস্ট) রাতেই কাউনিয়া থানায় মামলা করেন।
এর আগে উপজেলার চরবাড়িয়ায় মারুফকে বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে অভিযুক্ত মোখলেছুর রহমানকে বিকেলে আটক করে পুলিশ। তার বাড়ি চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ‘ওই মামলায় মোখলেছুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হবে।’
আটক অবস্থায় মোখলেছুর রহমান জানান, তার বাড়ির গাছ থেকে নারকেল চুরির সময় ধরা পড়ে মারুফ। পরে তিনি মারুফের হাত পেছনের দিকে বেঁধে বাড়ির সামনের সিঁড়িতে বসিয়ে রাখেন ও তার বাবাকে খবর দেয়া হয়।
পরে তার বাবা এলে চুরির বিষয়টি তাকে জানিয়ে মারুফকে ছেড়ে দেয়া হয়। তাকে কোনো ধরনের মারধর বা নির্যাতন করা হয়নি। বরং তার (মোখলেছ) মা তাকে (মারুফ) খাবার খাইয়ে দিয়ে কাপড়চোপড় কিনে দেয়ার কথা বলেন।
মোখলেছুরের ভাষ্য, ভবিষ্যতে মারুফ যেন আর চুরি না করে তাই ভয় দেখাতে তাকে আলত করে বাঁধা হয়। ওই সময় আরেক কিশোর মারুফের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়।
খুলনা গেজেট/এমএনএস