খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  জয়পুরহাটে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
  রাজধানীর হাতিরঝিলের ফুলনপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত ২

হাতকড়া নিয়েই পুকুরে লাফ, ফের জঙ্গলে গ্রেপ্তার

গেজেট ডেস্ক

ময়মনসিংহে সাইকেল চুরির অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে হাতকড়া পরিয়ে তাকে গাড়িতে তোলে। তবে কিছুক্ষণ পর হাতকড়া নিয়েই ওই কিশোর লাফ দেন পাশের পুকুরে। সাঁতরে চলে যান সামনের জঙ্গলে। তবে কিছুদূর যেতেই শেষ হয় এ চোর-পুলিশ খেলা।

শনিবার (২০ আগস্ট) দিনগত রাত সাড়ে ৮টার দিকে জেলার ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৬ বছর বয়সী মো: সবুজকে রাত সাড়ে ১২টার দিকে জঙ্গল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি ওই একই এলাকায়। সবুজ মাদক সেবনের পাশাপাশি অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করতো বলে অভিযোগ স্থানীয়দের।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নজরুল ইসলাম।

তিনি বলেন, রাত ৮টার দিকে ওই এলাকা থেকে ৯৯৯ নম্বরে কল দিয়ে বলা হয় সাইকেল চুরির সময় একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় সবুজ নামের ওই ছেলেকে আটক করে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। স্থানীয় ইউপি মেম্বারের কাছ থেকে সবুজের ঠিকানা ও মা-বাবার নাম-পরিচয় লেখার সময় গাড়ির পাশে থাকা পুকুরে হঠাৎ লাফ দেয় সে। পরে সাঁতার কেটে জঙ্গলের ভেতরে চলে যায়।

এসআই নজরুল বলেন, ‘হাতকড়াসহ হবিরবাড়ীর জঙ্গলে পালানোর পর থেকে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। রাত সাড়ে ১২টার দিকে তাকে দেখতে পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সবুজকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাতেই মামলা হয়েছে। বিকেলে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে তাকে পাঠানো হবে।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!