করোনাভাইরাসের ধকল অনেকটাই কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরেছে ভারত। তবে এবার নতুন আতঙ্ক সৃষ্টি করেছে মাঙ্কিপক্স। এই ভাইরাসটি শনাক্ত করতে এবার আরটি-পিসিআর কিট বাজারে এনেছে চেন্নাইয়ের একটি বায়োমেডিকেল সংস্থা।
ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স। বাদ যায়নি ভারতও। গত ১৫ জুলাই দেশটিতে প্রথম মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এখনো পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জন। এই অবস্থায় ভাইরাসটি পরীক্ষা করার জন্য বাজারে নিয়ে এলো দেশীয় ‘টেস্ট কিট’।
এই কিট দিয়ে পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত করা যাবে। এই কিটগুলো ব্যবহার করা খুব সহজ। কিট প্রস্তুতকারক সংস্থার দাবি, প্রথম বার পরীক্ষাতেই শনাক্ত করা যাবে মাঙ্কিপক্স। এটি একটি চার রঙের ফ্লুরোসেন্স কিট। উপসর্গহীন রোগীদের ক্ষেত্রেও ভাইরাস শনাক্তে ব্যবহার করা যাবে এই কিট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মাঙ্কিপক্স হলো এমন একটি ভাইরাস যা মানুষ থেকে অন্য প্রাণীর দেহেও ছড়াতে পারে।
খুলনা গেজেট/এইচআরডি