শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা

নিজস্ব প্রতিবেদক

নগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা-২০২২ আজ শনিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৬৯ জন শিক্ষার্থী এ মেলায় অংশগ্রহণ করে।

উপস্থাপিত প্রজেক্ট বিবেচনায় ১৩ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হি‌সে‌বে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ হাসান ইফতেখার চালু।

এসময় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল, সহকারি শিক্ষক ও খুলনা মহানগর মাধ্যমিক সহকারি শিক্ষক পরিষদের সভাপতি এম এ ওহাব বুলবুল, বিজ্ঞান শিক্ষক সরস্বতী রাণী ভাদুড়ী ও নুরুন্নাহার বেগম, সহকারি শিক্ষক উম্মে সাহারা, আশীষ কুমার দাশ, মোঃ রুবায়েত হোসেন, মোঃ রফিকুল ইসলাম, খাদিজা রহমান, মনোরঞ্জন সরদার, স্বপ্না পারভীন, মরিয়ম খাতুন, আফ্রিনা সুলতানা ও মোঃ আশেক বিল্লাহ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলায় ১ম স্থান অর্জন করে ১০ম শ্রেণির শিক্ষার্থী মোঃ নোমান মাঝি, ২য় স্থান অর্জন করে মোঃ খায়রুল গাজী, যৌথভাবে ৩য় স্থান অর্জন করে শুভ দাশ ও শুভ কুন্ডু।

খুলনা গে‌জেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন