মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চিতলমারীতে কালিদাস বড়ালের ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হিন্দু-বোদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা এ্যাড. কালিদাস বড়ালের ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকাল ৯ টায় তাঁর চরবানিয়ারী গ্রামের বাড়ী সমাধীতে পারিবারিক ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়, বাহির দশ মহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

সকাল ১১টায় কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের হল রুমে মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালিদাস বড়ালের স্মৃতিচারণ, শিক্ষার্থীদের কবিতা আবৃতি, গান পরিবেশন করা হয়েছে।

কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারী পিসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ‘অধ্যাপক মোজাফফর হোসেন’। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিদাস বড়ালের স্ত্রী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য হেপী বড়াল, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বাগেরহাট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব সরদার আনোয়ার হোসেন এবং নিহতের ভাইপো এ্যাড. অমিতাভ বড়াল বাপ্পি।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক কৌশিক বিশ্বাস।
২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাট জেলা শহরের সাধনার মোড়ে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে।

খুলনা গেজেট/এইচআরডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন