কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় কয়রা সনাতন ধর্ম মন্দিরে শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অম্বিকা চরন সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার বৈরাগীর সঞ্চলনায় বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট কমলেস কুমার সানা, থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় কুমার সরদার, সাধারণ সম্পাদক ধীরাজ কুমার রায়, পূজা উদযাপন পরিষদ নেতা অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, খগেন্দ্র নাথ মন্ডল, মৃনাল কান্তি ঘোষ (বাবু), সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন, আশরাফুল ইসলাম রাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল আলম টিংকু, শিক্ষক সুজিত কুমার রায়, নিতাই চন্দ্র মন্ডল, উৎপল কুমার সানা, এ্যাডভোকেট প্রমোথ কুমার মন্ডল, ইউপি সদস্য মহাশিষ সরদার, হরেন্দ্র নাথ সরকার, মনি শংকর রায়, হরপ্রসাদ রায়, জগদীশ মজুমদার, রনজিত কুমার সরকার, ননী গোপাল মজুমদার প্রমুখ।
খুলনা গেজেট/এমএনএস