শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের একটি টিলা ধসে মাটিচাপায় একই পরিবারের তিনজনসহ ৪ নারীর মৃত্যু হয়েছে। তারা সবাই চা শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার ফিনলে টি কোম্পানির লাখাই চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।
পাহাড় ধসে প্রাণ হারানো চার নারী হলেন লাখাইছড়ার ৩৪ বছর বয়সী হীরা রানী ভৌমিক, ২০ বছরের রীনা ভৌমিক, ২৩ বছরের পূর্ণিমা ভূমিজ ও ৩৪ বছর বয়সী রাধামনি মালী।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ জানান, ওই চার নারীর মধ্যে রাধামনি মালী লাখাইছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মালীর স্ত্রী।
কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, ‘আজ সকালে ৪ নারী ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সে সময় মাটিচাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন।’
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালকদার বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী বলেন, ‘টিলা ধসে চার শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’
খুলনা গেজেট/এমএনএস