শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

খুবির প্রফেসর ড. ফিরোজ আহমদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. ফিরোজ আহমদকে চার বছরের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিযুক্ত করা হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ১৩(১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. ফিরোজ আহমদকে এ নিয়োগ প্রদান করেন।

গত ১৬ আগস্ট ২০২২ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন ফ্যাক্সযোগে বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে।

তিনি আগামী মঙ্গলবার সেখানে ট্রেজারার পদে যোগদানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

খুলনা গেজেট/এইচআরডি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন