রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

চাচাতো দুই বোনের মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

রংপুরের মধ্য গণেশপুর এলাকা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর মধ্যে সোমাইয়া আক্তার মীমের (১৬) মরদেহ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় এবং তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার (১৪) মরদেহ পাশের ঘরে মেঝের ওপর পড়েছিল বলে জানা যায়। মীম ওই এলাকার মোকছেদুল ইসলামের মেয়ে ও জান্নাতুল মমিনুল ইসলামের মেয়ে।

মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, এটি হত্যা না আত্মহত্যা তা এ মুহূর্তে বলা সম্ভব না। মরদেহগুলোর সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি এর নেপথ্যে কী কারণ রয়েছে তা উদঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন