খুলনার কয়রায় নাম-পরিচয়হীন (মানসিক ভারসাম্যহীন) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ১৩ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব মঠবাড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় তার মৃত্যু হয়।
মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন মঠবাড়ি ২ নম্বর ওয়ার্ড মেম্বর মোঃ নূু্রুল ইসলাম খোকা।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে ঐ নারী এলাকায় এসেছে। তার চলনে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। আজ রাতে তার মৃত্যু হয়েছে।
২ নম্বর ওয়ার্ড সদস্য নূরুল ইসলাম খোকা বলেন, কয়েক দিন ধরে মানসিক ভারসাম্য নারী এলাকায় এসেছে। আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা জায়নি। পার্শ্ববর্তী পুলিশ ক্যাম্পে জানানো হয়েছে।
১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ড মেম্বর সীমা রানী বলেন, মানসিক ভারসাম্য নারী ২/৩ দিন ধরে এলাকায় আসছে। তার কোন ঠিকানা জানতে পারেনি। আজ সন্ধার পরে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।
মঠবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ফোনে জানতে পেরেছি একটা পাগলীর মৃত্যু হয়েছে। তবে আমি বাইরে থাকায় ঘটনাস্থলে এখনো পৌঁছাতে পারেনি।