জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ১২ আগস্ট শুক্রবার বেলা পৌনে ১২টায় পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা ও মহানগররের যৌথ উদ্যোগে জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিকচার প্যালেস মোড়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, যুব ইউনিয়ন প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, জেলা যুব নেতা শেখ আব্দুল হালিম, যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুব নেতা ধীমান বিশ্বাস, শুকলাল বিশ্বাস, প্লাবন পাল বাঁধন, মিহির সরকার, উজ্জ্বল পাল, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, জামাল হোসেন, উজ্বল বিশ্বাস, ভববেশ চন্দ্র রায়, হরষিৎ মন্ডল, মিঠুন মন্ডল, এড. ত্রিদিপ কুমার মÐল, হুদয় সরকার, মৌফারসের আলম লেনিন, শৈশব কান্তি রায়, মোঃ ফেরদৌস সানা, সাকাওয়াৎ হোসেন বিপ্লব, সঞ্জয় কুমার, রাজন ফকির, উত্তর রপ্তান, উৎপল বিশ্বাস, সমীর সরকার, চিরঞ্জিৎ মন্ডল, লিটন গোলদ্দার, পঙ্কজ মÐল, আইয়ুব আলী মোল্লা, মোঃ নুরুজ্জামান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার তেলে দাম বৃদ্ধি করে মরার উপর খাড়ার ঘা সুষ্টি করেছে। তেলের দাম বৃদ্ধির কারণে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে চলেছে। মনে হচ্ছে লাগাম টানার কেউ নেই। সাথে সাথে গ্যাসের দামও বেড়েছে। দেশের স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ দিশেহারা। কারণ তাদের ক্রয়ক্ষমতা বাইরে চলে গেছে। সরকার যদি তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে না আনে তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।