খুলনার তেরখাদা উপজেলার নাচুনিয়া গ্রামে খেলা করতে যেয়ে পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে। নিহত শিশু সুলতানা খাতুন (৫) নেবুদিয়া গ্রামের সবুজ তালুকদারের কন্যা।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে অন্য শিশুদের সাথে খেলছিল সুলতানা খাতুনও। খেলার একপর্যায়ে স্থানীয় আমানউল্লাহ শেখের পুকুরে পড়ে ডুবে যায় সুলতানা খাতুন। পরে প্রতিবেশি রেবেকা খাতুন পুকুরে শিশু ভাসতে দেখে আশপাশের লোকজন ডাকলে তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলম বলেন, ঘটনাটি শুনেছি। পানিতে তলিয়ে শিশুটি মারা গেছে।
খুলনা গেজেট/ টি আই