বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মেহেরপুরে যুবক গ্রেপ্তার

গেজেট ডেস্ক

তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

উপজেলার কাথুলী ইউনিয়নের সহগোলপুর এলাকা থেকে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু তালেব। তিনি কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গত শনিবার ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন আবু তালেব। ৫০ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, যা রাষ্ট্রদ্রোহের অপরাধের শামিল। এ ঘটনার পর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে আটকের চেষ্টা চলছিল। কিন্তু, আবু তালেব গা ঢাকা দিয়েছিলেন। পরে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সহগোলপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার আবু তালেবের বিরুদ্ধে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন