মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে মাদক সেবনকারিসহ ৫ জনকে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার নলধা এলাকায় মাদক সেবনকারি ও একজন মাদক সেবনকারিকে পালাতে সাহায্য করার অভিযোগসহ ৫ জনকে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টে তাদের এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন।

পুলিশ জানায়, সোমবার (৮ আগষ্ট) সকালে নলধা ফুটবল খেলার মাঠে কয়েকজন যুবক বিড়ির মধ্যে গাজা ভরে সেবন করছিল। গোপনে সংবাদ পেয়ে মৌভোগ ক্যাম্প ইনচার্জ এসআই কনক মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় পরিচালনা করে মাদকসেবনকারি ও একজন মাদক সেবনকারিকে পালাতে সাহায্য করার অভিযোগে ৫ জনকে আটক করে। পরে মোবাইল কোর্টে তাদের ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলো, উপজেলার নলধা গ্রামের জাহিদ শেখের ছেলে রিয়াজ শেখ (২৮), জাফর শেখের ছেলে জাবেদ শেখ (২১), সাইফুল শিকদারের ছেলে সোহান শিকদার (২০), আছাদ শেখের ছেলে ইমরান শেখ (২১) ও জুলফিকার আলীর ছেলে মেহেদী হাসান (২১)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন