খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে প্রার্থিতা বাতিল করা হবে : ইসি রাশেদা
  ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩, আহত আরও ২ জন
  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে খুলনা নাগরিক সমাজের বিস্ময়, বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানীর মূল্য নিন্মগতি ঠিক সে সময়ে গভীর রাতে জ্বালানির মূল্য অস্বাভাবিক বৃদ্ধির ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি মানুষকে দিশেহারা করে তুলেছে। অন্যদিকে জ্বালানির মূল্য ৪২ থেকে ৫২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করায় যানবাহনসহ প্রত্যেকটি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। এতে করে মধ্যম আয়ের মানুষ পর্যন্ত বেশি চাপের মুখে পড়বে। দুঃখজনক এই যে, অকটেন এবং পেট্রোল আমাদের দেশের গ্যাসের বাই প্রোডাক্ট (কোনো দ্রব্য প্রস্তুতকালে উৎপন্ন দ্রব্য) হওয়া সত্বেও এ দুটি জ্বালানিরও মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করা হলো।

নেতৃবৃন্দ প্রশ্ন তোলেন, এটি কোন যুক্তিতে করা হলে। মানুষ দেশব্যাপী লোড-শেডিং, বিশেষ করে শহরাঞ্চলে পানির হাহাকার, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, দুঃশাসন-লুটপাটের কারণে চরম অসহনীয় জীবন-যাপন করছে। এমতাবস্থায় সরকারের এ তুঘলকী কান্ড আমাদেরকে বিস্মিত করেছে। অবিলম্বে এ বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনমনে ন্যূনতম স্বস্তি প্রদানের আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিবৃতিতে জনসাধারণকে প্রতিবাদমুখর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন সংগঠনের পক্ষে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!