একটি ই-মেইল, যেখানে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড লিখে পাঠাবে-টাইগারদের সঙ্গে তিন ম্যাচ সিরিজের টেস্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া সকল শর্তে আমরা রাজী। গত তিন দিন যাবত ঠিক এমন একটি মেইলের জন্যই অপেক্ষা করছে বিসিবি।
গত সোমবার তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে কোয়ারেন্টাইন ও টাইগারদের সংখ্যাসহ আরো কয়েকটি বিষয়ে কঠিন শর্ত জুড়ে দেওয়ায় বিসিবির দেওয়া কড়া জবাবের প্রেক্ষিতে গত দু’দিন টাস্কফোর্স ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের সঙ্গে সভা করে টাইগারদের সফরের সকল প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করছে আয়োজক লঙ্কান ক্রিকেট বোর্ড। কিন্তু এখনো এতদসংক্রান্ত বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত তারা জানাতে পারেনি। তবে টাইগার ক্রিকেট প্রশাসন আশা করছে আগামী দুই তিন দিনের মধ্যেই আয়োজক বোর্ড জানাতে পারবে। সেই সিদ্ধান্তের জন্যই এখন তারা অধীর আগ্রহে অপক্ষা করছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে একথা জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।
তিনি বলেন, ‘আমরা এখনো ই-মেইলের অপেক্ষায় আছি, এখনো ই-মেইল পাইনি। আশাকরি কয়েকদিনের মধ্যে জানতে পারবো। এটাতো আমাদের কাছে না, সিদ্ধান্তটা শ্রীলঙ্কা ক্রিকেটের। শ্রীলঙ্কা ক্রিকেটেরও না, আপনারা জানেন যে তাদের একটা টাস্ক ফোর্স আছে। এই টাস্ক ফোর্স কোভিড-১৯ নিয়ন্ত্রণ করে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে, তারা জানলে আমরা পরে জানতে পারবো। আমরা নির্দিষ্ট করে এখনো কিছু বলিনি। আমরা বলেছি কোয়ারেন্টাইন মেয়াদ কমাতে হবে ও তার সাথে আমাদের অনুশীলনের সুযোগ থাকতে হবে। এ জিনিসটা আমরা তাদের জানিয়েছি। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় এই সিরিজে অংশ নিতে টিম বাংলাদেশের সব ধরণের প্রস্তুতিই নেয়া আছে বলেও জানান জালাল ইউনুস।
‘আমরা প্রস্তুত। আগে যেরকম প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেরকম প্রস্তুতিই নিয়ে রেখেছি। ইতিবাচক কোন উত্তর আসলে আমরা এক সপ্তাহের মধ্যে প্রস্তুতি নিতে পারবো। সেদিক দিয়ে আমাদের কোন অসুবিধা হবে না। দুই একদিন হয়তো এদিক সেদিক হতে পারে। বেশি দেরি করলে আবার আমাদের হয়তো নতুন করে চিন্তা ভাবনা করতে হবে।’
‘নির্দিষ্টভাবে আমাদের এখান থেকে কিছু বলা কঠিন। কারণ উত্তরটা ওখান থেকে আসবে। এটা এমন একটা জিনিস তাদের জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত। এমন না যে শুধু শ্রীলঙ্কা ক্রিকেটের সিদ্ধান্ত। সুতরাং তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হবে। আমরা এখান থেকে চাপ দিলেও তাতে কাজ হবে না। তারা নিজেরাই জানাবে আমাদের। তারই অপেক্ষায় আছি। পরবর্তী দুই-তিনদিনের মধ্যে আসতে পারে।’ যোগ করেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান।
সিরিজটি মাঠে গড়াতে বিসিবি এসএলসিকে (শ্রীলঙ্কা ক্রিকেট) নুন্যতম যেসকল সুবিধা প্রদানের কথা বলেছে লঙ্কান বোর্ড সেবিষয়ে সম্মতি জ্ঞাপন করলে অন্ধকারে মুখ থুবরে পড়তে যাওয়া সিরিজটি আলোর মুখ দেখতেও পারে।
খুলনা গেজেট/এএমআর