বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ফিফটির পরই সাজঘরে তামিম

ক্রীড়া ডেস্ক

আগের ম্যাচে দলের ধীরগতির ব্যাটিং নিয়ে আলোচনা হয়েছে বেশ। সেটা পেছনে ফেলতেই কি না, আজ শুরু থেকেই তামিম ইকবাল চড়াও হয়েছিলেন স্বাগতিক বোলারদের ওপর। এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে বাংলাদেশকে দারুণ এক শুরুই এনে দিয়েছিলেন তিনি। পেয়েছিলেন ফিফটিও। তবে এরপরই তিনি ফিরে গেছেন সাজঘরে।

চিভাঙ্গার শর্ট বলে পুল করতে চেয়েছিলেন দুর্দান্ত খেলতে থাকা তামিম। কিন্তু মিসটাইমিংয়ে গড়বড় হয়ে যায়। ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন কাইটানোর হাতে। সমাপ্তি হয় দারুণ এক ইনিংসের। ১০ চার ও ১ ছয়ে ৪৫ বলে ৫০ করেন তামিম। ক্রিজে এনামুলের সঙ্গী শান্ত।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন