জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। এ মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ও কৃষিখাতে ব্যয়বৃদ্ধি পাবে। যার প্রভাব নিত্যপণ্যের উপর পড়বে। এর মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষে জীবন-যাপন কষ্টদায়ক হবে। সে কারণে আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অবিলম্বে জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।
নেতৃবন্দ বলেন, গ্যাস ও বিদ্যুৎ খাতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলে সরকারের শত শত কোটি টাকা সাশ্রয় হবে। এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরতের কার্যকর ব্যবস্থা নিলে দেশের অর্থনীতিতে সুফল বয়ে আসবে, সরকারের জন্য স্বস্তিদায়ক হতে পারে। নেতৃবৃন্দ বলেন, দিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। তার উপর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনগণের কষ্টের পরিধি আরও বাড়বে। সে কারণে জনগণের কষ্টের লাঘবের জন্য অনতিবিলম্বে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য প্রত্যাহারের জন্য জোর দাবি জানানো যাচ্ছে।
বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, এস এম কামরুল ইসলাম, শেখ ওমর ফারুক কচি, রকিব ফারাজী, এস এম মিজানুর রহমান, কাওসারী জাহান মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, শেখ আছাদুজ্জামান, আজাদুল হক আজাদ, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সহ-সম্পাদক রুহুল আমিন মিঠু, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, দপ্তর সম্পাদক মুজাহিদ রহমান ফাইয়াত, শিক্ষা সম্পাদক শাকিল আহমেদ, প্রতকাশনা সম্পাদক মাসুদুল হক, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ইয়াসনি মোল্লা, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবেশ সম্পাদক মোঃ সাকিব খান, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম মল্লিক, এম এম হাসান, স ম হাফিজুল ইসলাম, রেজাউল হাসান প্রমুখ।