মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোড়েলগঞ্জে ট্রাক প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে আহত ২

মোড়েলগঞ্জ প্রতিনিথি

বাগেরহাটের মোড়েলগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের(প্রোবক্স) মুখোমুখি সংঘর্ষে দু’জন গুরুতর আহত হয়েছেন। আতরা হচ্ছেন, প্রাইভেটকারের চালক বেনাপোল থানার বড় আখড়া গ্রামের ইউসুব আলীর ছেলে আব্দুল গফ্ফার (৪২) ও যাত্রী মোড়েলগঞ্জের গোদাড়া গ্রামের লোকমান শেখের ছেলে আসাদুল শেখ(৩৮)।

শনিবার বেলা ২টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় চালক আব্দুল গফ্ফার যাত্রী আসাদুলকে নিয়ে মোড়েলগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ও যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা পুলিশের সহযোগিতায় চালক আব্দুল গফ্ফারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও যাত্রী আসাদুলকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন।

ঘটনা সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, আব্দুল গফ্ফারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে, ঘটনার পরেই ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়ে গেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন