বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

স্ট্রেচারে মাঠ ছাড়লেন লিটন

ক্রীড়া ডেস্ক

৩৪তম ওভারের প্রথম বলে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে পেশিতে টান পড়ে লিটনের। এরপর মাটিতে লুটিয়ে পড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। আর ব্যাটিংয়ে নামতে পারেননি। স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। দুর্দান্ত খেলতে থাকা লিটন ৮১ রানে রিটায়ার্ড হার্ট হন। ক্রিজে এনামুলের সঙ্গী হলেন মুশফিক।

বাংলাদেশ একাদশ: ১৭৩/১ (৩৪ ওভার)

বাংলাদেশ একাদশ

বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম। তিনি উইন্ডিজ সফরে ছুটিতে ছিলেন। এ ছাড়া নাজমুল হোসেন শান্তর পরিবর্তে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।

একাদশে যারা তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন