মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

মোংলা প্রতিনিধি

মোংলায় পুলিশি অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ। আটক যুবক কিশোরগঞ্জের ভৈরব থানার নন্দিয়া গ্রামের বজলু মিয়ার ছেলে বাদল মিয়া (৪২)।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকালে ১০টার দিকে মোংলা দিগরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার উপ পরিদর্শক এস আই অমিত বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দিগরাজ শিল্প এলাকার মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাস্তার উপর থেকে বাদল মিয়াকে আটক করে মোংলা থানা পুলিশের একটা বিশেষ টিম। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন