চীনের হুমকি সত্যেও তাইওয়ান সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের স্পিকার এবং ডেমোক্রেটিক দলের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি। বুধবার সকালে তিনি দেশটির পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। এতে তিনি দুই দেশের মধ্যে সংসদীয় আদান-প্রদান বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি তাইওয়ানকে ‘বিশ্বের অন্যতম মুক্ত সমাজ’ বলে আখ্যায়িত করেছেন। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, তাইওয়ানের পার্লামেন্টে পেলোসিকে স্বাগত জানান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সাই খাই চং। পার্লামেন্ট ভাষণে সাদা পোশাকে হাজির হন পেলোসি। তার এ সফরের প্রতিবাদ জানাতে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
তাইওয়ান পার্লামেন্টে ন্যান্সি পেলোসি চীনের তিয়ানআনমেন স্কয়ার সফরের স্মৃতির কথা বলেন। ১৯৮৯ সালে ছাত্র বিক্ষোভে সেখানে চীন গণহত্যা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার দু বছর পর সেখানে সফর করেছিলেন পেলোসি।
সেই স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সেখানে মানবাধিকার বিষয়ে বিবৃতি দিতে গিয়েছিলাম। আমাদের সফরের বিষয় ছিলো নিরাপত্তা ইস্যুতে। বহু বছর ধরে নিরাপত্তা, অর্থনীতি আর গভর্ন্যান্সই ছিল গুরুত্বপূর্ণ বিষয়।
বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, পেলোসি তাইওয়ান সফরের অংশ হিসেবে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ে যান।
তাইওয়ানের প্রেসিডেন্টের অফিসে সাই ও অন্যান্য আইনপ্রণেতাদের উদ্দেশ্যে পেলোসি বলেন, ‘আমাদের প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে একটি বিষয়কে সন্দেহাতীতভাবে পরিষ্কার করতে, যা হল, আমরা তাইওয়ানকে পরিত্যক্ত করবো না।’
পেলোসি আরও জানান, তাইওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একাত্ম থাকার বিষয়টি এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ‘গুরুতর।’
খুলনা গেজেট/ এস আই