এক মাস ১১ দিন পর খুলনার দৌলতপুর শশীভুষণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সায়েদ খান নিরব হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। রোববার খুলনা মহানগর হাকিম আদালতে কিশোর সাদিদ তালুকদারকে আসামি করে এ চার্জশিট দাখিল করা হয়। সাদিদ মহেশ্বর পাশা এলাকার সোহাগ তালুকদারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান বলেন, ২০ জুন বৃষ্টি হওয়ায় সেদিন স্কুলে যেতে পারিনি সায়েদ খান নিরব। সকালের খাবার খেয়ে বন্ধুদের সাথে খেলার জন্য বের হয় সে। দুপুর ১১ টার দিকে মহেশ্বরপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন কিশোরকে নিয়ে খেলা করছিল নিরব। এসময় অপর কিশোর সাদিদ তালুকদার সাথে নিহত নিরবের বচসা হয়। একপর্যায়ে নিরব সাদিদকে একটা থাপ্পড় মারে। উভয়ের মধ্যে হাতাহাতি হয়। সাদিদ নিহত নিরবকে কিলঘুষি মারতে থাকে। এরমধ্যে একটি ঘুষি নিহতের কানের নিচে লাগলে জ্ঞান হারিয়ে ফেলে। নিরব মাটিতে লুটিয়ে পড়লে সাদিদ পালিয়ে যায়। পরে নিরবকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরে সাদিদ তালুকদারকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ঘটনার সত্যতা স্বীকার করে। ১ মাস ১১ দিনের মাথায় এসে কিশোর সাদিদকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় অভিযোগপত্রে ১৪ জনকে স্বাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে।
খুলনা গেজেট/এমএম