সন্ত্রাসী হামলায় গুরুতর জখম খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেন সোমবার (১ আগষ্ট) ভোর সাড়ে ৪ টা থেকে লাইফ সাপোর্টে রয়েছেন।
এর আগে গতকাল ৩১ জুলাই তাকে আইসিইউ থেকে ক্যাবিনে নেওয়া হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন গাজী জাকির হোসেনের ভাইপো ও বারাকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সাধারণ সম্পাদক গাজী আলী বাকের প্রিন্স। তিনি তার চাচার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বর্তমানে গাজী জাকির হোসেন রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
১২ জুন সন্ধ্যা অনুমানিক সাড়ে ৭ টার দিকে ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন মোটরসাইকেল যোগে আড়ুয়া থেকে বারাকপুর ফেরার পথে বোয়ালিয়ারচরে পৌঁছালে ৮/১০ সন্ত্রাসী তার গতিরোধ করে। এ সময় তারা গাজী জাকির হোসেনকে লোহার রড জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তাঁকে পার্শ্ববর্তী খালে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।