খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  আজকে যারা সংস্কারের কথা বলছে, স্বৈরাচারের সময় তাদের কেউই সাহস করে এসব কথা বলেনি: তারেক রহমান
  তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক : শিক্ষা উপদেষ্টা

ভোলায় বিএনপি-পুলিশের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২০

গে‌জেট ডেস্ক

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের আব্দুর রহিম (৩০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় ছাত্রদল সভাপতি নুরে আলমসহ ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ২০ জন। গুরুতর আহত নুরে আলমসহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছে।

রোববার (৩১ জুলাই) মহাজন পট্টি বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচির পালনের জন্য জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করতে সকাল থেকে বিএনপির জেলা কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকে। ১১টার দিকে জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের হাতাহাতি হয়। বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে নেতাকর্মীরা আহত হলে তাদের ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আব্দুর রহিম মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, বিএনপি নেতাকমর্মীরা রাস্তায় বের হয়ে উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। পুলিশ বাঁধা দিলে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫৩ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে এবং ৩০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
এদিকে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর অভিযোগ করেন তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে, গুলি করেছে। এতে ইউনিয়ন যুবদল নেতা আবদুর রহিম গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছে। এছাড়া তাদের শতাধিক নেতাকমর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
সদর রোডে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুরো শহর পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিএনপি অফিসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!