রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সরকারিভাবে চালুর দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর নতুন রাস্তা মোড় এলাকার বিআইডিসি রোডে এ কর্মসূচি পালন করা হয়। পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়।
এর আগে খালিশপুরের প্লাটিনাম জুট মিলের সামনে থেকে মিছিলসহকারে বিআইডিসি রোড হয়ে নতুন রাস্তা মোড় ঘুরে আবার বিআইডিসি মোড়ে গিয়ে অবস্থান নেয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। পাটকল বন্ধের মাধ্যমে সরকার সেই ঐতিহ্যকে চিরতরে নষ্ট করে দিতে চাইছে। পাটকল বন্ধ হলে কৃষকেরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আবার সরকারি ব্যবস্থাপনায় চালু করা প্রয়োজন। এ সময় পাটকল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধেরও জোরালো দাবি জানানো হয়।
খুলনা গেজেট / এমএম