খুলনায় ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার(৩০ জুলাই) সকাল পৌনে ১০ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।
হরিণটার থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০ টার দিকে আব্দুল জলিল সাইকেল চালিয়ে কৈয়া বাজার থেকে জিরো পয়েন্টের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় জলিল ট্রাকের চাকার নিচে পড়ে যায়। ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
হরিণটানা থানার পুলিশ ঘটনস্থলে এসে লাশের সুরাতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক বলেন, নিহত ব্যক্তি সোনাডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/ এস আই