খুলনার শিরোমণি বিসিক শিল্প এলাকার হুগলি বিস্কুট এন্ড কোম্পানির শ্রমিকদের পাওনাকৃত সকল টাকা পর্যায়ক্রমে পরিশোধ করার দাবিতে শ্রমিক সভা ২৯ জুলাই শুক্রবার বিকেলে থানা সড়কে হুগলি বিস্কুট এন্ড কোম্পানির সিবিএ সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মোড়লের পরিচালনায় অনুষ্ঠিত হয় । এতে বক্তৃতা করেন কোষাধক্ষ্য মোঃ আকতার,আলমগীর , আবুল জিন্নাহ, হামযা, তরু, কাজল, শাহানাজ প্রিয়া, রেজাউল, আকলিমা, বিলকিস, সাগরিকা প্রমুখ।
সভা থেকে শ্রমিক কর্মচারীরা তাদের সকল বকেয়া পাওনা শ্রম আইন অনুযায়ী পেতে পারে এ ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি ও খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান এর আশুহস্তক্ষেপ কামনা করেন।
খুলনা গেজেট/ টি আই