শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলটের মৃত‌্যু

আন্তর্জা‌তিক ডেস্ক

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দিনগত রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় দেশটির বিমান বাহিনীর একটি মিগ-২১ নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এ প্রাণহানির ঘটনা ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বারমারের ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে আছে।

সংবাদ সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন বারমারের জেলা প্রশাসক লোক বান্দু।

এদিকে বিমান বিধ্বস্তের খবর পেয়েই ঘটনাস্থলে গেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিমান বাহিনীর কর্মকর্তারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন