ঢাকায় চিকিৎসাধীন খালিশপুর থানা আওয়ামীলীগের সভাপতি একেএম ছানাউল্লাহ নান্নুর আশু রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকাল ৫টায় মহানগরীর ৮নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে খালিশপুর থানা আওয়ামীলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
খালিশপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাসারের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম।
আলোচনা করেন এবং দোয়ায় অংশগ্রহন করেন মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহমেদ, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর মনিরুজ্জামান, কাউন্সিলর ডালিম হাওলাদার কাউন্সিলর পারভীন আক্তার, থানা আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম,ওবায়দুর রহমান ডাবলু, মজিদ বকুল, সৈয়দ আরব আলী, হারুনুর রশিদ, নজরুল ইসলাম,সাংবাদিক হুমায়ুন কবীর, হাজী মোঃ জাহাঙ্গীর, সমীর কুমার দত্ত, মোঃ মুরাদ হোসেন রিপন, মিজানুর রহমান মাক্কি, রিপন খান,ডাঃসায়েম মিয়া, মঞ্জুরুল আলম মঞ্জু,মাস্টার দেলোয়ার হোসেন,,মাহবুবুর রহমান,আবু হেনা মোস্তফা ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, কাইজা আহমেদ, আব্দুল জব্বার, আঃ রহমান,। বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক যথাক্রমে কাজী এনায়েত আলী আলো, আঃ সাত্তার লিটন, জিয়াউল আলম খোকন, সাহজাহান জোমাদ্দার,শেখ আসলাম আলী, মহিলা আওয়ামীলীগের রেহেনা গাজী, হাজেরা খাতুন, রেশমা খাতুন, যুবলীগের আব্দুল্লাহ আল মিলন, মহিদুল ইসলাম মিলন প্রমুখ।