খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

নকল সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৫ সদস্য আটক, বিএমডব্লিউ ও বাইক জব্দ

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় নকল সীমানা পিলার, একটি বিএম ডব্লিউ প্রাইভেটকার, ১৬০ সিসির একটি হরনেট মোটরসাইকেলসহ প্রতারক চক্রের ৫ সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালিয়ার মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃতরা হলো, যশোরের তালতলা গ্রামের ইকবাল লোহাগড়ার চর মল্লিকপুর গ্রামের মৃত শেখ আজহারউদ্দীনের ছেলে ও কলেজ শিক্ষক শরিফুল ইসলাম (৪৭), খুলনার ফুলতলা উপজেলার দামুদার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৩৩), পুরাইকাটি গ্রামের শেখ আফছার উদ্দীনের ছেলে শেখ বাদশা (২৭) ও পাইকগাছার দেবুয়ার গ্রামের বারিক গাজীর ছেলে জুয়েল গাজী (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালিয়ার মোড়ে সীমানা পিলার ক্রয়-বিক্রয়ের খবরে পুলিশ সেখানে অবস্থান নেয়। এরপর পুলিশ তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি দাড় করালে তাদের অসংলগ্ন কথায় পুলিশের সন্দেহ হলে তাদের সকলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে তারা সীমানা পিলার পাঁচার চক্রের সদস্য বলে পুলিশকে জানায়। এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক উপজেলার দেবুয়ার এলাকার বাসিন্দা জুয়েল গাজীর বাড়ী থেকে একটি সীমানা পিলার সাদৃশ্য বস্তু উদ্ধার করে। যার গায়ে ইংরেজিতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮ লেখা রয়েছে। যদিও সেটা নকল বলে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সর্বশেষ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে বলেও জানিয়েছেন তিনি।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!