খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজারে করাত কলের (স’মিল) লাইসেন্স না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালত কল মালিক হাবিবুর রহমান গাজীকে ২ হাজার টাকা জরিমানা করেছে।
আদালত সূত্র জানায়, উপজেলার কপিলমুনি গ্রামের পান আলী গাজীর ছেলে মোঃ হাবিবুর রহমান গাজী আগড়ঘাটা বাজারে লাইসেন্স না করে করাত কল পরিচালনা করে আসছিল। বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম,আব্দুল্লাহ ইবনে মাসুদের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত তাকে দুই হাজার টাকা জরিমানা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার ধীরাজসহ অন্যান্যরা।