বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে এসবি আলী ফুটবল একাডেমি ও আবাহনী ক্রীড়া চক্র ।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় এসবি আলী ফুটবল একাডেমি বনাম সাবেক খেলোয়াড় সংঘ।
এ খেলায় সাব্বিরের হ্যাট্রিকে ৪-১ গোলের বড় ব্যবধানে এসবিআলী ফুটবল একাডেমি পরাজিত করেছে সাবেক খেলোয়াড় সংঘকে। বাঁশি দেয়ার সাথে সাথে উভয় দল আক্রমন শুরু করে। এসবি আলীর আক্রমণ বেশী থাকার তারা ৫ মিনিটেই ফল পায়। এসময় দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ দর্শনীয় গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। পিছিয়ে পড়ে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে খেলোয়াড় সংঘ। ফলও আসে তাতে। ৩২ মিনিটের সময় দলের ১৬নং জার্সি পরিহিত খেলোয়াড় রিয়াদ গোল করে দলকে সমতায় ফেরায় (১-১)। সমতা নিয়ে উভয় দল বিরতীতে যায়।
বিরতী থেকে ফিরে আবারও এগিয়ে যাওয়ার লড়াই শুরু করে উভয় দল। তখনও গ্যালারীতে বসা হাজার হাজার দর্শক বুঝতে পারছে না কোন দল জয়ী হবে। হঠাৎ এসবিআলীর খেলোয়াড়রা তাদের শক্তির পরিচয় দিতে থাকে। একের পর এক আক্রমনে দিশেহারা করে ফেলে তারা। এসময় অনেকটাই দুর্বল হয়ে পড়ে সাবেক খেলোয়াড় সংঘের খেলোয়াড়রা। আর এ সুযোগটাই কাজে লাগায় এসবি আলী। দলের ৩০নং জার্সি পরিহিত খেলোয়াড় সুচতুর সাব্বির পর পর ৩টি গোল করে নিজের ও লীগের প্রথম হ্যাট্রিক পুর্ণ করেন (৪-১)। তিনি ৪৫, ৫০ ও ৮৮ মিনিটে গোল ৩টি করেন। এ খেলাটি পরিচালনা করেন রেফারী মোশাররফ হোসেন, নাজমুল ইসলাম, গোলাম রসুল ও আজিবর রহমান। ম্যাচ কমিশনার ছিলেন নৃপেন রায়।
দিনের দ্বিতীয় খেলায় বিকেল সাড়ে ৪টায় প্রতিদ্বন্দ্বীতা করে খুলনা আবাহনী ক্রীড়া চক্র ও টাউন ক্লাব। এ ম্যাচে আবাহনী ক্রীড়া চক্র ৩-০ গোল টাউন ক্লাবকে পরাজিত করে। শুরুতেই উভয় দল আক্রমনে যায়। খেলা দেখে মনে হয় দল দুটি’র শক্তি সমানে সমান। কিন্তু খেলার ১৪ মিনিটের সময় আবাহনীর ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় নাজমুল গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। পিছিয়ে পড়ে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে টাউন। একের পর এক আক্রমন করতে থাকে। তবে আবাহনীর শক্তিশালী রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। ফলে পিছিয়ে পড়ে বিরতীতে যেতে হয়েছে তাদের। বিরতী থেকে ফিরে আক্রমনের ধার বাড়িয়ে দেয় আবাহনী। টাউন ক্লাববে কোন প্রকার সুযোগ না দিয়ে গোছানো ফুটবল খেলতে থাকে তারা।
খেলার ৫৪ ও ৫৮ মিনিটে আবাহনীর ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় রাজু জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করে। ৩ গোলে পিছিয়ে আর খেলায় ফিরে আসতে পারেনি টাউন ক্লাব। পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এ খেলাটি পরিচালনা করেন রেফারী পার্থ প্রতীম, আলী আকবর, জসিম উদ্দিন ও তকদির হোসেন।
২৭ জুলাই বুধবার জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে উইনার্স ক্লাব ও বলাকা স্পোটিং ক্লাব।
খুলনা গেজেট / আ হ আ