খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে দিনে দুপুরে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে খর্ণিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তার হোসেন তার ব্যবহৃত এ্যাপাসি আর টি আর মোটরসাইকেল নং (খুলনা-মেট্রো-ল-১১-৮০৩২) উপজেলা পরিষদ চত্বরে রেখে প্রয়োজনীয় কাজ করতে ২ তলায় যান। পরে তিনটার দিকে এস তিনি দেখেন মোটরসাইকেলটি যথাস্থানে নেই।
এ সময় তিনি চারিদিকে অনেক খোঁজাখুজির পরও তার মোটরসাইকেলটি আর পাননি। এদিকে সিসি ক্যামেরায় দেখা গেছে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে এক যুবক। তবে মুখ বেঁধে রাখার কারনে ও মাথায় ক্যাপ থাকার কারণে চোরকে চেনা যাচ্ছে না।
এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি বলেন, উপজেলা পরিষদের সামনে থেকে মোটরসাইকেল চুরি হওয়া সত্যিই দুঃখজনক। খবর পাওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি, আমাদের বিভিন্ন ইউনিট ও বিট অফিসারদের জানিয়ে দিয়েছি এখনও আমরা বিভিন্ন পন্থায় খোঁজ খবর নিচ্ছি।