বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে তিনদিন ব্যাপি “সেফটি ইনডাকশন প্রশিক্ষন”-২০২২ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে সীল্যান্ড মার্সক বাংলাদেশ ও মোংলা বন্দর কর্তৃপক্ষের যৌথ আয়োজনে বন্দর সভা কক্ষে এই কর্মশালা শুরু হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার। এসময়, সীল্যান্ড মার্সক বাংলাদেশের চিফ অপারেশন অফিসার, ক্লাইভ ভ্যান অনসেলে, কান্ট্রিম্যানেজার তানিম শাহরিয়ার, মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী।
উক্ত প্রশিক্ষণে মবক এর কর্মকর্তা, কর্মচারী এবং বন্দরে পণ্য খালাস এর সাথে সংশ্লিষ্ট প্রশিক্ষকদের নিয়ে মোট ৩০০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। ২৮ জুলাই সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালা শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রশিক্ষনের মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিষয়ক দক্ষতা বৃদ্ধি পাবে। সেই সাথে মোংলা বন্দরের সার্বিক নিরাপত্তাও বৃদ্ধি পাবে।